“এতই শস্তা এতই সহজ বুঝি?
আয় দেখি একবার”
ছোট্টখাট্টো চেহারার মেয়েটা
সাইকেল থেকে নেমে রুখে দাঁড়ায়।
#
যে চারজন সন্ধ্যার অন্ধকারে
ওর সাইকেলের ক্যারিয়ার চেপে ধরেছিল
শশব্যস্ত হাত সরিয়ে নেয়
চিৎকার করে ওঠে মেয়েটি
হেসে ওঠে উল্লাসে
তাকায় আশেপাশে
ভয় পেয়েছে ভয় পেয়েছে শকুনের দল
ওরা শকুন ওরা মরা খায়
“আমি জীবন্ত, প্রাণবন্ত… আমায় করবি গ্রাস?
তবে আয়! “
জেনে রাখ শকুনের দল
জীবন্ত মানুষের নেই শকুনের ভয়!
হাতে তুলে নেয় রাস্তার পাশে পড়ে থাকা ইটের টুকরো
কিশোরী নরমাংস-লোভীর দল ছুটে পালায়
প্রতিটা রাস্তার পাশেই পড়ে থাকে আধলা ইট্
শুধু তুমি দেখতে পাও না।