আত্মকথা
শ্রী রাজীব দত্ত
নিঃসঙ্গ, একাকীত্বতা কিংবা বেদনা
সবাইকে অতিক্রম করে
জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার অভিনয়
আমরা সকলেই সর্বগুণ সম্পূর্ণা ।
একাকীত্বতা যখন গ্রাস করবে
মনের হৃদস্পন্দন
ঠিক তখনই, অবুঝ মনে প্রশ্ন উঠবে
বারেবার হাজার হাজার।
চোখের পলকে ঘটে চলেছে পরিবর্তন
জন্ম কিংবা মৃত্যু, এ যে বৃহৎ ব্যঞ্জনা।
প্রেমের কল্পিত স্বপ্ন, বাস্তবে পাগলামি
নাটকীয় সভ্যতায় মৃত্যুর দিন গোনা ।
ভুল করে চলেছি অনবরত
কখনো কি ভেবে দেখেছো ?
সভ্য জীবিত লাশের সাথে
অন্তরেতে মৃত লাশ পরিচিত।
Rajib Datta