সিমসিম করে যৌবন আসে,করে কৌমার্য হরণ
মনাবেগ মহাবেগে করে বিচরণ,
মানুষের তন্ত্রে তন্ত্রে মহামন্ত্রে কি আজ জাগালে
আকাশে বাতাসে নিঃসীম দোলায় কি দোলালে?
কোন যাদু মন্ত্র বলে প্রাণ বহিরায়
গ্রহণ গ্রহণ শুধু বিবাগী ব্যথায়
পরাপর নয় কিছু একান্ত আপন,
ত্যাগের মন্ত্রে সব দীনতা খণ্ডন।
আলোর উৎসপানে এই যে গমন
যুগে যুগে আততায়ী অনন্ত যৌবন।
অধীর আগ্রহে এই চেয়ে থাকা
অপূর্ণ রাখে নি মন প্রেমে পূর্ণরাকা,
ধনী গরীব সব লোকে মূর্ত সারাবেলা
অসীম প্রবাহ বন্যায় ঝুরে তার লীলা।।