আজ শান্তিনিকেতনে –– সুমিত মোদক

পুতুল খেলতে খেলতে মেয়ে এসে বলল –
বাবা , শান্তিনিকেতনে যাবো ;
কিসে যাবো ! কোথায় থাকবো ! কি কি দেখবো !
কথা গুলো শুনে হাঁ করে তাকিয়ে ছিলাম মেয়ের মুখের দিকে ;
ভাব ছিলাম , সারাটা পৃথিবী যখন গৃহবন্দী
তখন আমার মেয়ে শান্তিনিকেতনে ঘুরতে যাওয়ার কথা ভাবছে ;
এ শৈশব জীবনে
আজ পঁচিশে বৈশাখে
ও কি অজান্তে
রবিঠাকুরকে কি ছুঁতে চাচ্ছে !

আমার ভাবনার মাঝে ছেদ ঘটিয়ে ও আবার বলল –
সত্যি নয় গো বাবা , মিছি মিছি ;
মিছি মিছি খেলা হচ্ছে , আমার পুতুলের সঙ্গে ;
ওকে নিয়ে আজ শান্তিনিকেতনে যাবো ;
তাই তোমাকে জিজ্ঞাসা করছি ;
ওখানে কি আছে !
আমি বললাম – আস্ত এক রবিঠাকুর ;
আস্ত এক সহজ পাঠ ;
মেয়ে বলল – আমাদের সহজ পাঠ !
আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর !
ওখানে গেলেই দেখতে পাবো !
আমার পুতুলও দেখতে পাবে !
আমি বললাম – হ্যে হ্যে , ওখানে সব আছে ;
সব …
জীবন্ত ;

আর কোনো কথা না বাড়িয়ে আমার মেয়ে চলে গেল তার পুতুলের কাছে ;
পুতুলকে নিয়ে শান্তিনিকেতনে বেড়াতে ;
জানি , মিছি মিছি নয় , ওর কল্পনার রাজ্যে ও কিছুটা সময় পুতুলকে নিয়ে ঘুরে 
বেড়াচ্ছে
রাঙামাটির পথে পথে ;
সেটা হয়তো আমার দ্বারা সম্ভব নয় আর ;
আমাদের দ্বারা আর সম্ভব নয় ;
আমরা যে জটিল হয়ে পড়েছি অনেক ;

রবিঠাকুর ,
পারলে আমার জন্য একটা গান রেখো ,
পরশমণির গান   ।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *