ধ্বনি // সত্যেন্দ্রনাথ পাইন
.
ধ্বনি ওঠে ধনীর নামে সম্পর্ক জানান দেয়
মানবিকতা জলের দামে যদি সে বেচে দেয়
.
কুমির থাকে জলের মধ্যে ডাঙ্গায় থাকে বাঘ
প্রদীপের তেল পুড়ে গেলে সলতেতে লাগে দাগ।
.
মীর জাফর মীর কাসেম দুজনেই ছিলেন রাজকর্মচারী
লোভী বিভিষণ আমরা কাকে বলতে পারি?
.
স্বপ্ন আছে স্বপ্ন ছিল থাকবেও চিরদিন
চতুর স্বপ্নে মরণ বাঁচন বিধান জেনে নিন।
.
বিপদের সাথে মুখোমুখি বসে করো সত্য-উদ্ঘাটন
নাটমন্দিরে নেত্র না বুঁজে করো নেত্র প্রজ্বলন।
.
ধনী তুমি, পোড়ামাটি তুমি, কাঁচা মাটি নও
বিবেক জূড়ে করো ধন- সাধনা যদি মানুষ হও।।
.
৭ চৈত্র ১৪২৩
.
শোক বার্তা // রণেশ রায়
.
আমি বাংলা দেশের ছেলে
কেউ জানে না কোথায় আছি,
দুজনে দেখা হয় না,
তোমাকে আর চিঠি লিখি না
মনের সাগরে ঢেউ ওঠে না,
দুরাভাষে হু হাঁ করে মনের লেনদেন
কিছুটা বলা হয় বেশিটাই থেকে যায় অবলা,
ফেসবুকে হোয়াটস আপে যোগাযোগ
আঙুলের ছোঁয়ায় তোমাকে দেখা,
মনটা মানে না, পেটের খিদেটা মেটে না;
এমনি ভাবেই চলে, শেষ পর্যন্ত খিদেটা মরে।
এখন কেমন যেন নির্লিপ্ত, খবর নিতেও ইচ্ছে হয় না,
যেন হাঁড়ি কাঠে ঝুলে আছি তাও প্রাণটা আছে,
মনের সঙ্গে মনের লেনদেনের সমাপ্তিতে তাও বেঁচে আছি।
শেষ খবরটা পাবে দুরাভাষে
তুমিও তোমার শোকবার্তা পাঠিও ফেস বুকে।
.
ঝাড়ু // সত্যেন্দ্রনাথ পাইন
.
নোংরা আবর্জনা ঝেঁটিয়ে বিদেয় করাই কাজ
মাটির দুয়ারে বিছানায়
মন্দির মসজিদ গির্জা রান্নাঘরে
রাস্তাঘাট সর্বত্র
নোংরা ঝাঁট দিয়ে পরিস্কার
রোদে ভাজা ভাজা হয়
বর্ষাতে আপাদমস্তক স্নান
তবু সে অচ্ছূৎ!
তাকে দেখলে নাকি অ—- যাত্রা!!
সমাজ সংসারেও অনেক ঝাড়ু আছে
দুর্গন্ধ কুসংস্কার ঝেঁটিয়ে
বিদেয় করাই তাদের মহান কাজ
তারা অপাংক্তেয়
তারা ব্রাত্য
ছবি আঁকার পর পরই
আলুনি আঁকার সরঞ্জাম যেমন
প্রেম নেই? শুধুই শরীর – স্পর্শ কাতরতা
ঝাড়ুদারের পারিশ্রমিক আছে
ঝাড়ুর জন্য শুধুই শাসানি—-
১৩ পৌষ ১৪২৫
.
.
প্রিয় পলাশ // শান্তনু জানা
পলাশ ছেলেটি নির্ভেজাল।
মনে নেই তার কোনো কু চাল।।
নামটা তার ভারি মিষ্টি।
বিধাতার এক অতুল সৃষ্টি।
সারাদিন টা বেজাই বকে।
দিন কাটে তার দারুণ সুখে।।
দেখতে সে খুব খারাপ নয়।
মনেতেও তার নেই কোনো ভয়।।
আনন্দে সে মেতে থাকে।
কথা বলতেই থাকে কাজের ফাঁকে।।
কাজ করে সে খুবই অল্প।
সারাক্ষণ শুধু করে গল্প।।
থাকেনা সে কখনও উদাস।
ছেলেটি যে বড্ডো বিন্দাস।।
একটি মেয়ে পটিয়েছে খন।
কথা বলতেই থাকে সারাক্ষণ।।
সেলফি তার খুবই প্রিয়।
গার্লফ্রেন্ড ও তার দেখতে শ্রেয়।।
শনিবারে তে বাড়ি যাই।
দারু আর মটন খাই।।
ভালো কাটুক তোর নতুন সাল।
সুখে থাক বন্ধু চিরকাল।।