আঘাত
—– ছন্নছাড়া
সব আঘাতের ক্ষত তুমি দেখতে পাবে না,
দেখাতেও পারবে না!
তবুও ক্ষত বিক্ষত হবে প্রতি ক্ষণে!
কিছু আঘাতের বদলা তুমি চাইলেও নিতে পারবে না কোনদিন!
মুখ বুজে থেকে শুধু আঘাতকারীর মঙ্গল কামনা করে যেতে হবে তোমায়,
সবার অন্তরালে, সবার অলক্ষে!
কারণ সেই আঘাতকারীকে একসময়ে তুমি নিজেই সবচাইতে আপনার জন বলে পরিচিতি দিয়েছিলে
সবার কাছে!
তুমি চাইলেও তাকে ছোট করতে পারবে না, কারণ তুমিই সবাইকে বলেছিলে – তুমি তাকে ভালবাসো !
তুমি কাউকে এটাও বলতে পারবে না,
যাকে তুমি তোমার সবকিছু দিয়ে ভালোবেসেছিলে ,
সেই হল তোমাকে আঘাতকারী!
তুমি চাইলেও তাকে সামান্যতম কষ্ট দিতে পারবে না,
কারণ সে আঘাত তো তোমাকেই করবে আহত, জর্জরিত, রক্তাক্ত!
-----@@@@@@@@-----
ছন্নছাড়া