একমুঠো বৃষ্টি চাই
তোমার আর আমার
যে বৃষ্টিতে ভেসে যাবে চরাচর
ছোঁ মেরে তুলেনেবে তোমার ওড়না
এলোমেলো চুলে তুমি দৌড়ে আসবে
রিক্সার হুড আর পলির ফাঁকে
বৃষ্টি তোমায় রিক্ত করবে।
#
একটা ঝড় চাই
আকাশ জোড়া কালো মেঘের আড়ালে
তোমার আর আমার একটা ঝড় চাই
যে ঝড়ে কোন আড়াল থাকবে না
মেঘের হুংকারে তুমি কেঁপে উঠবে
হটাৎ আমায় জড়িয়ে ধরবে
মিশে যেতে চাইবে আমার মাঝে
আমি দুরদুর বুকে হাত বাড়াবো
হয়তো তোমায় জড়িয়ে নিতে, হয়তো না ।
#
একটা বৃষ্টি চাই , আমাদের বৃষ্টি
তুমি খোলা চুলে আমার সামনে আসবে
আঁচলে মুছে দেবে আমার মাথা
তারপর বুকে জড়িয়ে বলবে,
ভালোবাসি—–