অ্যালবাম – বিজন মণ্ডল

ধুলো পড়া অ্যালবাম

এতে বিস্মৃত ইতিহাস।

হারিয়ে ফেলা ভালবাসা

হাতড়ে বেড়ানোর পুরানো অভ্যাস।

হয়তো নিয়তি , হয়তো আমার ভুল

হয়তো অবহেলা তোমার ,

দুমড়ে মুচড়ে ছুড়ে ফেলা

ভালোবাসার নাভিশ্বাস।

#

অথচ একসময় !

মনে আছে ?

তুমি আমি একই স্বপ্নে বিভোর ,

তোমার ঠোঁটে আমার আদর ,

তোমার নিঃশ্বাসে  আমার নিঃশ্বাস ।

তোমার ঘাড়ে আলতো স্পর্শ

চোখ বুজে জাপটে ধরে থাকা ,

নিজেকে তোমার মাঝে খুঁজে ফেরা

হারানো সৃষ্টির উল্লাস !

আজ স্মৃতি গুলোও নেই ,

মরচে ধরা অনুভূতি—

ক্লান্ত চোখের কোণে বৃষ্টির অপেক্ষা।

#

না! , অশ্রু গুলোও শুকিয়ে গেছে ,

আমি আজ সস্তা অনুভূতির ক্রীতদাস—

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *