অসার – ডি কে পাল

রতন বাবু যতন ক’রে

সুঠাম করেন দেহ;

ছানা চিনি দুধ ও ননী

চর্ব্য,চোষ্য,লেহ।

#

আরও কত! খেলেন শত!

নাগাল পায়নি কেহ!

অধিক জমা পায় না ক্ষমা

চাঙ্গা এখন মেহ।

#

মাণিক রতন এই তো পতন

সোনায় মোড়া গেহ

স্বরূপ ভুলে হৃদয় খুলে

অসারটুকু নেহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *