ভাদ্র গিয়ে আসবে যে মাস
কোকিল ডাকে তাই
পাখির গায়ে খুশির আমেজ
শিশির ভেজা পায়।
নদীর আমেজ পৃথিবী জুড়ে
প্রজাপতির মাঠ
আমোদ করে ইঁদুর-বেড়াল
ওই বসেছে হাট।
এ গাছ ও গাছ দাপিয়ে বেড়ায়
বানর নাচে বেশ
আশ্বিন মাসে ছুটবে তারা
সঙ্গী দেরই দেশ।
শুভ কি আর সবার কাছে?
ব্যাঙ হবে খুব দুখী
নাচবে ঝিঁঝি ছাড়পোকা উই
পারবে না দিতে উঁকি।
কিন্তু শকুন আকাশ থেকে
বিছিয়ে দিবে ফাঁদ
কখন তুমি আটকে যাবে
মৃত্যুর পাবে স্বাদ.!!