ব্যাটাকে প্রচুর টর্চার করেছি। কিন্তু মন শান্ত হচ্ছে না।একটা গানগাইতে ইচ্ছা করছে।কিন্তু ব্যাটার জন্য গাইতে পারছি না।শালা মরেছে অনেক আগেই।কিন্তু চোখগুলো খোলাই রয়ে গেছে।মেজাজ খারাপ হচ্ছে প্রচুর।গিয়ে চোখ দুটো উপড়ে ফেললাম।আহ্।ভালো লাগছে।এবার শান্তিতে গান গাইতে পারি।
“খোলা চোখে খানা করো বন্ধ
বাতাসে ঠান্ডা গন্ধ।
বয়ে বেড়ায়,ঘরের বাইরে……”
পরিশিষ্ট:- আব্দুল্লাহপুর ব্রীজের নিচে ঝুলন্ত অবস্থায় মিললো ধর্ষণ মামলায় পলাতক আসামির লাশ। আসামির শরীরের অসংখ্য ক্ষত পাওয়া গেছে এবং চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে।বাকি তথ্য ময়নাতদন্তের পর জানা যাবে এমনটাই পুলিশ সদস্যের মন্তব্য।
নিলয় চন্দ্র দাস