#অমলকান্তি রোদ্দুর হতে চায়
#প্রদ্যোৎ কাঞ্জিলাল
#১১/১২/২০২১
******************
সবুজের আবাহনে অমলকান্তি রোদ্দুর
তাই পৃথিবীটা শস্য শ্যামলা
অমলকান্তি সঞ্জীবনী সুধা ভোরের আলো
অন্ধকারের সমাপ্তি, রোদ্দুরে সকাল
অমলকান্তি হাসপাতালে উঁকি দেয়
মুমূর্ষুকে করে রক্ত দান
সবুজায়নের স্বপ্নে দিন গুজরান
অমলকান্তি রোদ্দুর হতে চায়।
গ্রামের সাক্ষরতায় অমলকান্তি
ক্ষুধাতুর শিশুর মুখে করে অন্নদান
নিজের মৃত পুত্রের অঙ্গদানে নূতন জীবন দান
সীমান্তে বুক চিতিয়ে লড়াই করে অমলকান্তি
শত্রুর চোখে চোখ রেখে সশস্ত্র বেয়োনেট
অমলকান্তি দাঁড়িয়ে রাতদিন সীমান্তে
রোদ্দুর হয়ে অমলকান্তি ডাক্তারি পাশ করে
পাঁচ টাকায় আজও রোগী দেখে চলে।
অমলকান্তি রোদ্দুর সাইকেলে দেশ ঘুরে শান্তির বাণী করে প্রচার
অমলকান্তিরা দৃপ্ত পদক্ষেপে কাজ করে সমাজে
অমলকান্তিরা ভবিষ্যতের ডাক্তার শিক্ষক উকিল খেলোয়ার সৈনিক সকলে সমাজের রোদ্দুর।
অন্ধকার সরিয়ে আলোকিত অমলকান্তি পৃথিবীর ভবিষ্যৎ
পড়ন্ত বিকেলে দীপ্ত পদক্ষেপে রোদ্দুর হতে চায়
অমলকান্তি খবরের কাগজে শিরোনামে থাকতে চায়
অমলকান্তি রোদ্দুর, আরো রোদ্দুর হয়ে ওঠে।