বিগত চার বছর একসাথে রাতুল ও রৌদোলা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে পড়াশোনা করছে । তারা দুজনেই খুব ভালো বন্ধু। এখন তাদের অনার্স শেষ। দুজনেই মাস্টার্সে ভর্তির পিপারেশন নিয়ে ব্যস্ত। রাতুল রৌদোলা কে খুব ভালবাসে। কিন্তু রাতুল কখনোই তা প্রকাশ করেনি।
সপ্তাহখানিক পর ঈদ তাই ঈদের ছুটিতে যে যার বাসায়যাচ্ছে। ঈদ শেষে মাস্টার্সে ভর্তি কার্যক্রম শুরু হবে। হঠাৎ, ঈদের ৩য় দিনে রৌদোলা রাতুল কে ফোন দিয়ে বলে, রৌদোলা : হ্যালো রাতুল! কোথায় তুই?
আজ রাতের ট্রেনে তুই ঢাকায় চলে আয়। আগামী কাল বিকালের মধ্যে আমার বাসায় তোকে দেখতে চাই। তোর জন্য সারপ্রাইজ আছে। রাতুল :কি সারপ্রাইজ? কি হয়েছে?
কিছু বল রৌদলা :ঢাকায় এলে সব জানতে পারবি।তুই চলে আয় আমার বাসায়। রাতুল খুব আগ্রহ সহকারে ঢাকার জন্য রয়োনা দেয় এবং যথাসময় রৌদোলার বাসায় পৌছায়। বাসায় গিয়ে জানতে পারে এক ডাক্তার ছেলের সাথে রৌদোলার বিয়ে।