ভেবে দেখলাম অনেক ব্যস্ত।দিনভর অনলাইন ক্লাস,প্রাইভেট টিউটর এর দেওয়া এসাইনমেন্ট আর রাত জেগে সেগুলো সম্পূর্ণ করার ব্যর্থ প্রচেষ্টা।এর মাঝে জমে যায় নিত্যপ্রয়োজনীয় কাজগুলি।এত কিছুর ভিড়ে তোমাকে নিয়ে আর আলাদা করে ভাববার সময় কই।তাই তোমার স্মৃতিগুলো শত ব্যস্ততার মাঝেও আমার পিছুই ছাড়ে না।একদম ঘিরেই রাখে।
হয়তো তোমাকে ভালোবাসি বলে।🙃
রাত জেগে ফেসবুকিং আর ভালো লাগে না।চ্যাটবক্স টাও কেমন যেন শূন্য মনে হয় ।তবে প্রিয় গান গুলো যতই রাত জেগে শুনি না কেন আক্ষেপ যেন ফুরায়ই না।হ্যাঁ সত্যিই তোমাকে মনে পড়বে যখনই আকাশ ভেঙে বর্ষা কাদে।
কারণ টা হয়তো তোমাকে ভালোবাসি বলে।🙂
Nazmul Haque