অবেলার গান

এই অবেলায় দেখা হল
এখনতো যাবার সময়
দাঁড়াবো কতক্ষণ ?
বরং এসো নিশ্চুপ নদী হয়ে যায়
এই সম্বল টুকু নিয়ে মৃত্যুর সামনে
দাঁড়াবো যখন
অশ্রু বিন্দু ছড়িয়ে দিও
সকালের ঘাসে।
শিশিরে শিশিরে রেখো
মৃত পৃথিবীর অ্যালবাম।
অন্ধকার যখন ছুঁয়ে যাবে
তোমার চোখের নিমিলিত পাতা
তখন একলা আকাশে রেখো
বিষন্ন জোনাকির গান।

Screenshot_2023-01-23-07-46-03-374_com.facebook.katana-0.jpg Picsart_22-01-23_21-37-23-604-1.jpg

ভুবনেশ্বর মন্ডল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *