যদি তুমি জানতে আমার অপরাধ তবে সেটাকে
প্রশ্রয় দেওয়াটা কি তোমার অপরাধ নয়?
যদি তুমি জানতে আমার ভুল তবে সেটাকে শুধরে
না দেওয়াটা কি তোমার অপরাধ নয়?
যদি তুমি জানতে আমার অহংকার তবে সেটাকে
ভেঙে না দেওয়াটা কি তোমার অপরাধ নয়?
যদি তুমি জানতে আমার অজ্ঞতা তবে সেটাকে
জ্ঞানতা না দেওয়াটা কি তোমার অপরাধ নয়?
যদি তুমি জানতে আমার নিরক্ষরতা তবে
সেটাকে সাক্ষরতা না দেওয়াটা কি তোমার অপরাধ নয়?
যদি তুমি জানতে আমার নিঃসঙ্গতা তবে
সেটাকে সঙ্গময় হতে না দেওয়াটা কি তোমার অপরাধ নয়?
যদি তুমি জানতে আমার কুঅভ্যাস তবে
সেটাকে সুঅভ্যাস হতে না দেওয়াটা কি তোমার অপরাধ নয়?
যদি তুমি জানতে আমার অপমান তবে সেটাকে
হতে না দেওয়াটা কি তোমার অপরাধ নয়?
যদি তুমি জানতে আমার আত্মহত্যা তবে সেটাকে
আটকে না দেওয়াটা কি তোমার অপরাধ নয়?
যদি তুমি জানতে আমার প্রশ্ন তবে সেটাকে উত্তর
পেতে না দেওয়াটা কি তোমার অপরাধ নয়?
যদি তুমি জানতে আমার অনাচার তবে সেটাকে
আচার হতে না দেওয়াটা কি তোমার অপরাধ নয়?
যদি তুমি জানতে আমার দুঃখ তবে সেটাকে
সুখ হতে না দেওয়াটা কি তোমার অপরাধ নয়?