অন্তর্গত
*****
অসহ তবু মাখি সারামুখে
হাসির চপল বয়ানে
ভাসি আপন খেয়ালে –
আমার বলে কেউ
অপরিহার্য হয়ে ওঠা দায়
সবাই গমন সক্ষম শব
” আমি ” ছাড়া যেন সব ছায়।
বেঁচে থাকার বিরল ভনিতা
কাউকে ছুঁইয়ে থাকবার অপচেষ্টা
জীবন যাপনের যাদু নগরীতে
জীবন ধারণ হয়েছে নষ্টা,
এ আমি তোমারি অন্তর্গত
আমিময় অসহ সুখের স্রষ্টা।
*****-*****
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika