–
[post-views]
–
[printfriendly]
কি করে তোমার কাছে যাই
সহস্র স্তাবক তোমাকে ঘিরে
সহজ কথাগুলো তার চাপে
হারিয়ে যায় গভীরে, নির্বাক তুমি
পছন্দের আড়ালে হারিয়ে যাও।
আমি আড়াল খুঁজি
আমার নীরব ভাষায় শাণিত ভালোবাসা
বিদ্রোহ করে ওঠে
মাথা নত করে থাকি ঘাসের বুকে
আমাকে আরও আড়াল দাও
বঞ্চনার ভিড়ে ক্ষত বিক্ষত মনে
কবিতার সান্নিধ্য খুঁজি
যত আঘাত আসে আসুক বুকে
ভালবাসার বৃষ্টি এলে ধুয়ে নেব সুখে।
–
–
–