অস্থির চিত্ত // সীমা চক্রবর্তী
.
কিসের নেশায় ছুটে বেড়াই কিযে চাই আমি
তীব্র এই অস্থিরতা যায়না কেন থামি।
ভাঙছে আকাশ মাথার পরে ভূমিও যাচ্ছে ফেটে
লাভার মতো গলছে পা তবুও যাচ্ছি হেঁটে।
এরপরেও প্রবলতার হানছে বুকে ঢেউ
হাতটি ধরে রুখবে আমায় এমন নেইতো কেউ।
থামাতে গেলেই বুকের ভিতর উষ্ণমেঘে ভরে
বিভীষিকার করাল গ্রাস নিচ্ছে আমায় ঘিরে।
ফাটছে যেন কানের কাছে শব্দ অনর্গল
নামছে বেয়ে চক্ষু হতে তরল হলাহল।
রক্তশিরা দিচ্ছে টান দেহের কোষে কোষে
তবুও এই অস্থিরতা যায়না কেন ধসে।
.
শোকের আগুন // মাধব মন্ডল
অনেকটা পথ হাঁটার পর
যেই খেয়েছি হোঁচট
চোখ খুললাম হা কী দেখছি
ছুটছে আপনপর
ছুটছে।
এদিক ওদিক দেদার পথ
অবাধ স্বাধীনতা
আমার পথটা কেউ কেটো না
দিচ্ছি তো নাক খৎ
ফুটছে।
ঝরছে ঝরছে রক্ত ঘাম
তবুও চোখ শক্ত
দু’হাতে এখন ঘাসের রস
অনেক দিয়েছি দাম
লুটছে।
চলছে এখন হরির লুট
খাও সব লুটেপুটে
বেজার হয় নি ভোট দাতারা
তুই কে যা লাগা ছুট
কুটছে।
কুটছে উড়ছে কালো কানুন
আয়নাতে মুখ দ্যাখো
শাসকেরা সব আড়াল কাঁচে
বলছে সব মানুন
জুটছে।
জুটছে ছুটছে হাজার লোক
মাথা ছাড়ালো আঙুল
মুখের কথায় জেলের ভাত
বুকেতে আগুন শোক
ফুটছে।
.
বলে দিও… // প্রিয়নীল পাল
.
সকাল থেকে শীতল হাওয়ার স্পর্শ,
মনে করায় তোমার উপস্থিতির বৈশিষ্ট্য
হাতে কফি মগ আর কানে সঙ্গীত রবীন্দ্র।
এটুকুই আমার আছে, তুমি আসবে না এতে
জানি আমি তবুও আশা, যদি পায় তোমাকে।
আমার নেই কোনো কবিতা, সব যে সাদা পাতা
ইতিহাস গুলো আজ ভুলে যাওয়ার বাহানা,
চারিদিকে নীল আকাশে হলুদ আভা
তোমার চোখে শুধু আমাকে ছেড়ে দেওয়া,
এত কিছু কি করে!
সামলে উঠবো দিও আমাকে বলে!
এত কিছু কি করে!
সামলে উঠবো দিও আমাকে বলে!….
রাতের প্রহরী // রণেশ রায়
অরিত্র তুমি জেগে রও
দিনের শেষে সাঁঝ বেলায়
তুমি জেগে থাকো নির্জন শয্যায়
রাতের প্রহরী তুমি
রাতের আঁধারে জোৎস্নার আলোয়
তুমি থাকো পাহারায়
প্রহর গুনে ফেরো কে আসে কে যায়
তুমি থাকো অপেক্ষায়
রাত শেষে কখন দিন আসে
মিলবে তোমরা দুজনায়।
তুমি ভাষা দাও আমার কবিতায়
তুমি জেগে ওঠো আমার ভাবনায়
অরিত্র একটি বারের জন্য
তুমি ভালোবাসো আমায়
খুঁজে পাই তোমায়
মুক্তির নিশানায়
উদয়ের পথে যাত্রা শেষে
বিশ্রাম তোমার।
পিড়িং পিড়িং – ২৯ // মাধব মন্ডল
ঝুমুর ঝুমুর ঝুমি
বাজিয়ে নূপুর
কে এলে গো তুমি!
দিশা আমার দিশা
আলোর ঠিকানা
সব খুশিরই ভিসা।
সকাল থেকে রাত
বাপ আর বেটি
খেলে ঘুমিয়ে কাত!