আমার মনের সব রঙ মিশিয়ে ,
তোমার ছবি এঁকেছি হৃদয়ে—-
আমার ভাবনার সর্বোচ্চ শক্তি দিয়ে ভেবেছি তোমায় ,
শুধু তোমারি জন্য বিন্দু বিন্দু ভালোবাসা জমাই ,
সুখ পাখির ডানায় চড়ে তুমি – আমি উড়ে বেড়াই–
তোমাকে ঘিরে আমার সব কথাগুলো হয় কবিতা ,
চোখ বুজলেই দৃশ্যমান হয় ,
আমার হৃদয়ে আঁকা তোমার ছবিটা–
তুমি রোজ রাতে চুপি চুপি আসো আমার স্বপনে ,
মন চায় চেয়ে থাকি তোমারি চোখের পানে ,
হারিয়ে যাই অজানা দুনিয়ায় , খুব গোপনে–