উদ্বীপ্ত ভোর উদাসীন মন
ফুরফুরে হাওয়ায় হাওয়ায় বুনো ঘ্রাণ
শোণিতে নাচন দোলা সখির উন্মাদনায়
চলো জ্বরা গ্লানি ধোয়ে নি সাগর জলে।
ঝাউবিথির রুপকথা নেই ভাটফুল হাসিতে
বিপরীত ঘূর্ণিবায়ু বালিয়াডে মেলে ধরো আঁচল
আজ সন্ধ্যায় অশ্বত্থ তলে বাউল গানের আসরে
মেঘের অর্জনে ভিজি পরম আনন্দে।
বৈশাখে ভেসে যাবে সাম্প্রদায়িক ভেদরেখা
অনার্য দুটি হাত রাখি বাঁধে অফুরাণ প্রার্থনায়।