সুব্রত আপন // রঙিন নেশা
কল্পনার নির্মিত সুখে জেগেছে সৌন্দর্যলিপ্সা
তবুও অকালে টান পড়েছে সম্পর্কের তারে
ঝুলন্ত লাশের ন্যায় ঝুলে আছে আবেগচরণ
বিচ্ছেদের সুরে ক্রমাগত বাড়ে শ্বাস-প্রশ্বাস।
প্রােজ্জ্বল আলােকদ্বীপ বুকের পাঁজর
রঙিন নেশায় করেছিলাম স্বপড়ব শিকার
গােপন খামের পুঁজিবাদী অট্টহাসিতে ছিল বিষ
তবুও বিশ্বাস করেছি অবিরত।
শব্দচিত্তের উপলব্ধিতে জাগে হতাশা
মনের রাজ্যসভায় পর্ষদহীন, নেই ভ্রমরের দেখা
লােভাতুর আঁখি দেখে বুঝেছি তুমিও জায়েদার উত্তরসুরী
প্রগাঢ় কামনার অন্তরালে বােধােন্মত্ত হয়ে ভুলেছাে
দৈহিক ঘ্রাণ, রস ও যৌবনের কঠিন চুম্বন।
সুগন্ধের তৃষ্ণায় আমাকে এখনাে কাছে টানে
জমাট হয় চোখের কোণে অশ্রুজল
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
পুনঃ স্বপেড়বর রঙিন নেশায়।
.
অমরত্বের লােভে নানা প্রতিশ্রুতিতে মন ভরায়
স্বল্প পরিসরের হস্তমৈথুনের উত্তেজনার ন্যায়
আকাঙ্ক্ষার কঠিন চুম্বনে অল্পতেই হাপিয়ে পড়েছে
অবিনশ্বরপথে হরধনুর তীর নিশানা ঠিক না হওয়ায়
তিনি আছেন মুহ্যমান নৈঃশব্দে।
.
বিভৎস পরিবেশে প্রতিকুল অবস্থা ব্যতিক্রম নয়
ইস্পাতের কলে রাজা দশরথ দাবার গুটি মাত্র
কৈকেয়ী, শকুনীর পরামর্শে কন্টাকাকীর্ণ বৈচিত্র
পৃথিবীর কালাে ধোঁয়ায় বিস্তৃত আধারে স্তব্ধতা
সুবিধাবাদীর কল্পলােকেও হচ্ছে কালিমা লেপন।
.
কক্সবাজার।