কাঁটা বিছানো পথেই তোমার শান্তি বারবার
উপেক্ষার আবিলতায় অযাচিত অশান্তির
আঁচে যদিও হাত পোড়ে তোমার,
তবুও এত শান্তি কোথা পাও,অশান্ত ধরিত্রীর
বুক ফাটা ক্রন্দনে কেন কান নেই তোমার?
জানি এই জতুগৃহ হোমানলে পোড়ে না
যদিও সম্ভ্রম সুস্থিত জীবন বিক্ষত বারবার,
এত তপস্যা দূষণের কুলে কে করে বলো না
চূড়ান্ত গতি কিম্বা ইচ্ছা সব শেষ করার —
আলোহীন এ পথে মোহের মোড়কে মায়া
সুন্দর অনাবিল আনন্দে মূর্চ্ছনায় যার
কাটে না ঘোর,ব্যাথার ভুবনে শুধু ছায়া।