অতিচেতনার আবেশ

অতিচেতনার আবেশ
—দীপক বেরা

চেতনার মানবিক মুখগুলো কেমন
অতিচেতনায় বদলে ফেলছে নিজেদের সত্তা
নেহাতই কি মর্জিমাফিক..
নাকি সুচতুরতায় সুকৌশলে পরিকল্পনামাফিক?
জীবনমুখীরা সব সরে সরে আজ সুযোগমুখী
ঋতু বদলালেই রং বদলায়, খোলস বদলায়
শৃঙ্খলা ভাঙে, —আর ভাঙনের দুরূহ খেলায়
ভেঙেচুরে যায় কত কত মানুষের লোহিতহৃদয়!
জীবনের যথেষ্ট সম্ভাবনা আজ ভেঙে চুরে খান খান
এইসব ভেঙে যাওয়া, ভেঙে ফেলা কিছু খুচরো মুগ্ধতায়
চোখ দিয়ে কেউ ঠোঁটের আবেদন মেখে শিহরণে বুঁদ
বুদ্ধিজীবীরা নিদ্রাশেষে বিলাসী আড়মোড়া ভেঙে
লম্বা হাই তুলে চলে গেছে উচ্চতর মার্গের মেধা অন্বেষণে..
আমাদের ক্ষয়িষ্ণু ক্লান্ত পদযুগল আজীবন হেঁটে যায়
শেখানো বুলির অলীক ভ্রমণপথে—
অতিচেতনার আবেশে অবচেতনের বিভ্রম ছায়ায়..!

টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ১৯|০১|২০২৩

inbound692393943140404107-1.jpg inbound2449299729421677353-0.jpg

DIPAK BERA

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *