১৮-০১-২০২৩
কুমিল্লা বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#অতঃপর_তোমার_অস্পষ্ট_ঠিকানা_#
বেঁচে যেতে যেতে লিখে ফেলে কবিতা
হয়তো হতে পারতো প্রস্হান তার আগেই
যেমনটি হয়েছে,হচ্ছে, অতীতে, বর্তমানে এবং আগামীতে।
চোখের জলের যেমন হয়না কোন রং পেন্সিল
যেমম বসন্তের ঝরা পাতারা থাকে শুকনো পতনশীল
খরার মৃত্তিকায় আওলা বাতাসে কেবলই উড়ে আচমকা
তারে যায়না আঁকা —-
কারো সাধ্য নেই তাকে ধরে রাখে ঘরের ভেতরে,
সময়ের অবুঝ হিসেব থেমে যায় বরষন নদীতে ;
ফেপে ফুলে গড়িয়ে যায় সীমানা থেকে মাঠের প্রান্তে।
নদীর আইল বেয়ে গড়ে ওঠে বহমান মহাকালের নদী
যেন অতৃপ্তির বাষ্প, নিন্ম চাপের বেঢক আস্ফালন ;
থেকে থেকে ক্ষণিকের ভিসুভিয়াস নিজেকে নিশ্চিহ্ন করে।
কালের সাক্ষী করে আজ থেকে ধেয়ে আসা প্রজন্মে
গেয়ে চলে বহমান গানের শব্দ সৌরভ,ভুলের ইতিহাসে
লিখে ফেলে একসময় ; নিজের নাম ধাম অস্পষ্ট ঠিকানা।
প্রদীপ ভট্টাচার্য