অচেনা মানুষ যদি ভালবাসতে চায়?
ভালোবাসা দেবো।
অচেনা মানুষ যদি ফুল ভালোবাসে?
ফুল গাছ এনে দেবো।
অচেনা মানুষ যদি সঙ্গ চায়?মুহূর্ত চায়?
সঙ্গ দেবো।ভালোবাসা দেবো।
অচেনা মানুষ যদি পুব দিকে গেলে রেগে যায়?
পুব দিকেই যাবো।
লেখার স্পর্শে - লেখক - সমালোচক - পাঠক
লেখার স্পর্শে - লেখক - সমালোচক - পাঠক